আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

দোয়াবাজি

সুকুমার রায়ের 'ছায়াবাজি'-র (২য় অংশ) প্যারোডি করেছেন নাস্তিকথন

হাগার দোয়া, মুতার দোয়া দোয়ায় হাশর আলো
ওষুধ থেকে নবীর দোয়া সব রকমেই ভালো।
গাছ-গাছালি ওষুধ সিরাপ মিথ্যে সবাই গেলে,
তওবা বলে পালায় ব্যামো দোয়ার দাওয়াই খেলে।
ঈদ-চাঁদেরও আছে দোয়া বলতে যদি পারো,
জপলে দোয়া নেকির অভাব থাকবে না আর কারো।
কুয়াতলায় গোখরো তোমায় কামড়ে যদি দেয়
মহামন্ত্র ফাতিহা সে বিষটা শুষে নেয়।
গভীর রাতে জ্বিনের থেকে বাঁচতে যদি চাও,
আল বাক্বারার কুরসি দোয়া গণ্ডা তিনেক খাও।
কালিজিরার তেল বানিয়ে 'ব্লটিং' দিয়ে শুষে
ধুয়ে মুছে সাবধানেতে রাখ্‌‌ছি ঘরে পুষে!
পাক্কা নতুন টাট্‌কা ওষুধ এক্কেবারে দিশি-
দাম রেখেছি সস্তা বড়, চোদ্দ আনা শিশি।
ভুকম্পনে দোয়া ইনুস বলবি ঘরে বসে,
ইনশাল্লা ঘরখানা তোর পড়বে না’ক খসে।
ঘরের থেকে বের না হয়ে দোয়াই যপে যাও
দোয়ায় দোয়ায় মমিন তুমি পোঙ্গামারা খাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন