লিখেছেন শেখ মিলন
২২.
গতকাল ছিলো প্রথম রোজা। আমি ছাড়া আমাদের পরিবারের সকলেই রোজা ছিলেন। তো এ উপলক্ষে আম্মার সাথে আমার কথোপকথন।
আম্মা: রোজা রাখলে আল্লাহ খুশি হন। তুই অন্তত দু'-একটা রোজা রাখতে পারতি।
আমি: আম্মা, তুমি আমার একটা প্রশ্নের ঠিক জবাব দাও। তারপর নাহয় কাল থেকে রোজা থাকবো।
আম্মা: বল, তোর কী প্রশ্ন?
আমি: আমি যদি কখনো একবেলা না খাই, তাতে কি তুমি খুশি হবে? নাকি তোমার খারাপ লাগবে?
আম্মা: খারাপ লাগবে।
আমি: দেখো তবে, তুমি আমার মা, আমি মাত্র একবেলা না খাওয়ার জন্যেই যদি তোমার খারাপ লাগে, তবে তুমিই বলো, আমি সারাটাদিন অনাহারে থাকলে আমার সৃষ্টিকর্তার কতোটা খারাপ লাগার কথা? সে কি আমার অনাহারে খুশি হবে বা হতে পারে কি?
আম্মা: কাজ নেই বাবা তোর রোজা করে, যা ইচ্ছে তা-ই কর...
২৩.
বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতা অনেকটা এরকম: "আমি জ্বীনে বিশ্বাস করি না, কিন্তু জ্বীন নেই বলে জ্বীন-বিশ্বাসীদের অনভূতিতে আঘাত করা যাবে না। বরং জ্বীন-বিশ্বাসীদের বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করতে আমাকেও ওদের সাথে জ্বীনের ভয়ে কাঁপতে হবে!"
২৪.
গভীর রাত। একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই ঘুম আসছেনা । ভাইয়াকে কল করলাম। প্রথম কলের জবাব নেই, দ্বিতীয় কলটা রিসিভ করলেন।
ভাইয়া: হ্যালো, মিলু, এতো রাতে ঘুম ভাঙালি কেন? কোনো সমস্যা?
আমি: গুরুতর সমস্যা, ভাইয়া। একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না, তাই ঘুম আসছে না।
ভাইয়া: বল তোর গুরুতর প্রশ্নটি।
আমি: ইসলামে টুপি পরা সুন্নত কেন?
ভাইয়া: হা হা হা। এই ছোট্ট বিষয়টা বুঝতে পারিস না?
আমি: বুঝলে কি এতো রাতে আপনার ঘুম ভাঙাতাম?
ভাইয়া: সাধারণভাবে "টুপি পরানো" বলতে কি বুঝিস?
আমি: বোকা বানানো।
ভাইয়া: ধূর্ত মোহাম্মদ তার অনুসারীদের যে বোকা বানিয়েছে, তার প্রমাণস্বরুপ ঐ টুপি সবার মাথায়...
আমি: এই ব্যাপার!
ভাইয়া: আরও একটা বিষয় আছে।
আমি: কি বিষয়?
ভাইয়া: ফাঁকা মাথা মানে মগজবিহীন বা খালি মাথা ঢেকে রাখাই উত্তম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন