রবি ঠাকুর লিখেছিলেন:
কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে
কালো মেঘের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
⬕
তাঁর অনুকরণে জুপিটার জয়প্রকাশ লিখলেন:
তেঁতুল শফি আমি তারেই বলি,
হুজুর যাকে বলে দেশের লোক।
দেখেছিলেম শাপলাতলার মাঠে
বুড়ো বীরের জিহাদ করার শখ।
হাতে-পায়ে জোর ছিল না মোটে,
ক্ষমতা নেই নিজের পায়ে হাঁটে।
বুড়ো? তা সে যতই বুড়ো হোক,
দেখেছি তার কল্লা কাটার শখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন