পাকিস্তানের ডেইলি টাইমস-এর বহু পুরনো একটি কৌতূহলোদ্দীপক খবরে চোখ আটকে গেল।
গুগলের মাধ্যমে যৌনসংক্রান্ত ওয়েবসাইট-সন্ধানীদের মধ্যে পাকিস্তানীরা প্রথম স্থানে। এবং প্রথম দশটি স্থানের ছয়টিই ইসলামী দেশগুলোর দখলে। সেগুলো হচ্ছে: মিসর (দ্বিতীয়), ইরান (চতুর্থ), মরক্কো (পঞ্চম), সৌদি আরব (সপ্তম) এবং তুরস্ক (অষ্টম) । অমুসলিম দেশ চারটে হচ্ছে: ভিয়েতনাম (তৃতীয়), ভারত (ছয়), ফিলিপাইন (নবম) এবং পোল্যান্ড (দশম) । অর্থাৎ দেখা যাচ্ছে, প্রথম আটটি দেশের ছ'টি মুসলিম। মারহাবা!
আমার ধারণা, উপরোক্ত মুসলিম দেশগুলোর কোনওটিতেই ইন্টারনেটের প্রচলন ব্যাপক নয়। এবং তাতেই এই অবস্থা! 
ভাবলাম, কিঞ্চিৎ গবেষণা করা যাক এ বিষয়ে। তথ্য হালনাগাদ করা দরকার। ফলাফল আশাতীত রকমের ভালো 
লেসবিয়ান সেক্স, গ্র্যানি সেক্স এবং কিংকি সেক্স-এ উৎসাহ নেই মুসলমানদের। ওরাল সেক্স-ও তাদের খুব বেশি টানে না বলে মনে হলো: প্রথম দশে মাত্র দু'টি ইসলামী দেশ: ইন্দোনেশিয়া (দ্বিতীয়), তুরস্ক (পঞ্চম)। এইনাল সেক্স-এর ফলাফল ভিন্ন আশা করেছিলাম: তবে সেখানে শুধু তুরস্ক (দ্বিতীয়)।
গে সেক্স-এ ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে। অষ্টম ও দশম স্থানে মিসর ও তুরস্ক।
অ্যানিমাল সেক্স-এ পাকিস্তান প্রথম স্থানে। আলজেরিয়া, মরক্কো ও ইন্দোনেশিয়া যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে। মিসর আটে।
অ্যানিমাল সেক্স-এর উপ-বিভাগগুলো ঘেঁটে আরও মজাদার তথ্য পাওয়া গেল। পিগ সেক্স, ডাংকি সেক্স, ডগ সেক্স, হর্স সেক্স এবং গোট সেক্স-এ পাকিস্তান দ্বিতীয় স্থান অধিকারী দেশগুলোর চেয়ে বিপুলভাবে এগিয়ে। তবে তাদের বেড়াল-প্রেম একটু কম বলে মনে হলো। ক্যাট সেক্স-এ তারা দ্বিতীয় স্থানে। কাউ সেক্স-এ গিয়ে পুরাই তব্দা! বাংলাদেশ প্রথম স্থানে! পাকিস্তান দুই নাম্বারে। এই উপবিভাগগুলোর প্রত্যেকটির শীর্ষ দশে ইসলামী দেশগুলোর সগর্ব উপস্থিতি লক্ষণীয়।
গবেষণা করে ক্লান্ত। আর ধৈর্যে কুলালো না। প্রাসঙ্গিক বিষয়ে আরও জ্ঞাতব্য থাকলে নিজ উদ্যোগে জেনে নিতে পারবেন গুগলের দৌলতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন