আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ১১ জুলাই, ২০১০

ঘৃণার অপর নাম – ধর্ম এবং ধর্মের অপর নাম – ঘৃণা


বিভিন্ন ধর্মে ভালোবাসার বাণীগুলো কতোটা সারশূন্য এবং বাস্তবতারহিত, তা অধিকাংশ ধর্মবিশ্বাসীদের আচার-আচরণেই স্পষ্ট হয়ে ওঠে। ভিন্ন মত- বা ধর্মাবলম্বী ও নির্ধামিকদের প্রতি এতো ঘৃণা তারা পুষে রাখে! পৃথিবীর ইতিহাসে বিভিন্ন ধর্মগুলোর মধ্যে (এমনকি একই ধর্মের শাখা-উপশাখাগুলোর মধ্যে) সার্বক্ষণিক হানাহানি, সংঘাত, যুদ্ধ সে-কথাই সত্য প্রমাণ করে চলেছে নিয়ত।

আমেরিকার, সম্ভবত, সবচেয়ে বিতর্কিত চার্চের নাম Westboro Baptist Church। তাদের কর্মকাণ্ড দেখে এমন ধারণা হওয়া অস্বাভাবিক নয় যে, পেশাদারীভাবে ঘৃণার চর্চা করা হয় এই চার্চে।

সেখানকার উচ্চপদস্থ এক মহিলার বক্তব্যের সংক্ষিপ্ত নমুনা ধর্মকারীতে আগে প্রকাশিত হয়েছিল। অবশ্যদ্রষ্টব্য।

বিবিসি-র এক সাংবাদিক এই চার্চের সদস্যদের সঙ্গে কয়েকদিন কাটিয়ে তৈরি করেন এই ডকুমেন্টারি। 


ডাউনলোড তরিকা

মন বিষিয়ে উঠলো? তাহলে এই চার্চকে পচানোর দু'টি অসাধারণ ভিডিও দেখে মনটা ভালো করে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন