যেসব কারণ ও যুক্তি এক খ্রিষ্টানকে নাস্তিক বানিয়েছে, সেগুলো খুব সরল ও বোধগম্য ভাষায় প্রকাশ করেছেন তিনি। বিশ্বাসীদের চিন্তার খোরাক হতে পারতো এই ভিডিও। কিন্তু তারা তো চিন্তাভীতু। বিশ্বাস হারানোর ভয়ে সদাসন্ত্রস্ত, তটস্থ। যে-বিশ্বাসের ফানুস যুক্তি-সুচের স্পর্শে ফেটে যায়, তাতে আস্থা রাখা কেন, কেউ বোঝাবেন আমাকে?
২০০৭ সালের মার্চ মাসে প্রকাশিত এই ভিডিওটি এ যাবত দেখা হয়েছে তেরো লক্ষাধিক বার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন