আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০১০

বৃষবিষ্ঠা বা বল্দার্গু – ০৬


(ধর্মের সঙ্গে আপাত সম্পর্কহীন এই সিরিজটি ধর্মকারীতে প্রকাশের কারণ একটিই: তথ্য-প্রমাণহীন যে কোনও বিশ্বাসের প্রচার ও প্রসার ক্ষতিকারক। ধর্মসহ এই জাতীয় যাবতীয় অপবিশ্বাস থেকে মুক্ত হতে পারলেই নিজেকে প্রকৃত মুক্তমনা বলা যেতে পারে। তার আগে নয়।)

তথ্য-প্রমাণ ছাড়াই মানুষ যে কীভাবে উদ্ভট সব বল্দার্গুতে বিশ্বাস করতে পারে, ভেবে পাই না! তাদের বিশ্বাসপ্রবণতাকে ব্যবহার করে ধূর্তরা কাঁড়ি-কাঁড়ি টাকা হাতিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে! তবু কারো হুঁশ হয় বলে মনে হয় না! হায়, যুক্তিহীন বিশ্বাস! এই ধূর্তদের দল দাবি করে, তাদের আছে অতিন্দ্রীয় ক্ষমতা (Extra Sensory Perception)। গালভরা এই শব্দগুলোয় বিভ্রান্ত হয় অলৌকিকে-বিশ্বাসোন্মুখ মানুষেরা।

Penn & Teller জুটির উপস্থাপিত ব্যঙ্গ-বিদ্রূপবহুল ব্যাশিং টিভি-সিরিজ "বুলশিট"-এর এই পর্বের (তিরিশ মিনিট) বিষয়বস্তু: অতিন্দ্রীয় ক্ষমতা।



* বুলশিটের বাংলা প্রতিশব্দ দু'টি বের করেছেন ব্লগার হিমু (হাঁটুপানির জলদস্যু)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন