আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১১

অপকর্মের বর্ম – ধর্ম ০১


১.
আমি অনেক বছর ধরেই সমকামী। তবে সে-কথাটি জানা ছিলো না আমার নিজেরই। আজ একটি খবর পড়ে নিশ্চিত হলাম। জার্মানিতে আহমেদিয়া গোত্রের মুসলিম নেতা স্পষ্টভাবে বলেছে, "শুয়োরের মাংস খাওয়া লোকে সমকামী হয়ে পড়ে।" 

২.
নাস্তিকগোষ্ঠী একেবারেই ক্ষুদ্র। তবু তা ধর্মগুলোর স্বেচ্ছাচারে প্রবল প্রতিবন্ধক প্রতিপন্ন হওয়ায় সব ধর্মই প্রচণ্ড ক্ষিপ্ত। এবারে এই নাস্তিকগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে চার্চ অভ ইংল্যান্ডের আর্চবিশপ।

৩.
স্বর্গগমন এর চেয়ে সহজ ছিলো না আর কখনওই। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দলের সদস্যপদের পরিচয়পত্রটিই নিশ্চিত স্বর্গের প্রবেশপত্র হিসেবে ব্যবহার করা যাবে।  

৪. 
ব্লেসড মাদার ক্যাথলিক চার্চের পার্কিং লটে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। মৃত্যুর আগে সে ফেইসবুকে লিখে গেছে ক্যাথলিক ধর্মযাজকদের যৌননিপীড়নের কথা। সে নিজেই ছিলো ভুক্তভোগী। 

৫. 
পরকালে বাহাত্তর হুরির নিশ্চয়তা থাকা সত্ত্বেও তলারটা কুড়নোর বাতিক মোল্লাদের কেন যে থাকে! দুবাইয়ের এক ইমাম ব্ল্যাকবেরি ব্যবহার করে মেয়েদের ভজিয়ে-ভাজিয়ে তাদের সঙ্গে যৌনসংসর্গে যেতো, সে অভিযোগ প্রমাণিত হলেও তাকে জেল দেয়া হয়েছে নগ্ন ছবি রাখার অভিযোগে

৬. 
চার্চের ভেতরে ছাত্রীর সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করার অভিযোগে অভিযুক্ত ধর্মযাজক প্রকারান্তরে দোষ শয়তানের ওপরে না চাপিয়ে নতুন পথ বের করেছে। সে বলেছে, মেয়েটির প্যান্ট খুলেছে হলি স্পিরিট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন