অনাদিকাল থেকে দুনিয়াজুড়ে চলছে নানাবিধ ধর্মের লাগামহীন দাপট, স্বেচ্ছাচারী প্রচার-প্রসার, তাতে কোনও সমস্যা দেখা দেয় না। দেয় ধর্মবিশ্বাসহীনদের যে-কোনও কথায়, উদ্যোগে। যদিও নাস্তিক্যবাদী আন্দোলন বলে কিছু আছে বলে এখনও মনে হয় না আমার। তবে অবিশ্বাসীরা তাদের অধিকার বুঝে নিতে শুরু করছে, সফলতাও আসছে, এটা শুভ লক্ষণ। এটা এখনও আত্মরক্ষামূলক পদক্ষেপ। তবে অধিকার বুঝে নেয়ার পথ দুর্গম হয়ে পড়লে তা আন্দোলনে পর্যবসিত হতেও পারে, কে জানে!
নিরীশ্বরবাদীদের সাম্প্রতিক কিছু আচরণে অনেককেই বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। তবে অবিশ্বাসীদের প্রাপ্য ও ন্যায্য অধিকার ছিনিয়ে নিয়েছে কারা, সেটা তারা ভেবে দেখতে চায় না। অধিকার আদায় করতে চাওয়াটা কেন তাদের বিরক্তি উৎপাদন করে, ভেবে পাই না। অধিকারহনন শুরু করেছে যারা, তাদের প্রতি বিরক্তির প্রকাশ নেই কেন?
সংশ্লিষ্ট বিষয় নিয়ে বায়োনিকড্যান্স নামের যুক্তিবাদী, দৃঢ়চেতা এবং সুদর্শনা এক ইউটিউবারের একটি ভিডিও দেখুন। নাম: Atheist Self Defense।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন