আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১১

ডারউইন দিবসে ডকুমেন্টারি


আমার ব্যক্তিগত ধারণা, ভগবানেশ্বরাল্লাহর সবচেয়ে বড়ো ভুলের নাম ডারউইন! কেন যে তাঁকে সৃষ্টি করতে গিয়েছিল সে/তারা! আর সৃষ্টি করলেও কেন যে তাঁর মাথার জন্য এতোটা ঘিলু বরাদ্দ করেছিল! ব্যাটা ডারউইনের ওই ঘিলুপ্রসূত তত্ত্বের কারণেই তো ভগবানেশ্বরাল্লাহর অস্তিত্ব ও সর্বক্ষমতাসম্পন্নতার মিথ উপহাসের বিষয় হয়ে পড়েছে। হাস্যকর প্রতিপন্ন হয়েছে তার/তাদের রচিত ঐশী কিতাবগুলোও। 

আজ ডারউইন দিবস। আমাদের পৃথিবীতে এবং আমাদের জীবনে তাঁর বিবর্তনতত্ত্বের উপস্থিতি ও প্রভাব কতোটা বিস্তৃত ও ব্যাপ্ত, জানতে দেখুন বিবিসি-র তৈরি অসাধারণ ডকুমেন্টারি: Darwin's Dangerous Idea (Darwin's Dangerous Idea নামে অন্য একটি চলচ্চিত্র আছে। দুটোকে গুলিয়ে ফেলবেন না!)।

তিন পর্বের এই ডকুমেন্টারির প্রথম পর্বটি দেখে মুগ্ধাবিষ্ট হয়ে আছি। বাকি দুই পর্বও দেখে ফেলবো শিগগিরই। 

হাই ডেফিনিশন ভিডিও। পুরো স্ক্রিন জুড়ে দেখুন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন