আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০১১

মূর্খতার জোয়ার, বুদ্ধির ভাটা


পাঁড় খ্রিষ্টীয় টিভি চ্যানেল ফক্স নিউজের সবচাইতে ডাকসাইটে উপস্থাপক বিল ও'রেইলি বলেছিলেন, জোয়ার-ভাটা নিখুঁত সময়ে সংঘটিত হয়, কারণ ঈশ্বর আছেন। এ কথা বলার পর উপস্থাপকের বিজ্ঞান বিষয়ক জ্ঞানের পরিধি নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়েছে। বোধ হয়, এক রকম বাধ্য হয়েই তিনি আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন ইউটিউবে একটি ভিডিও প্রচার করে। কোনও লাভ তাতে হয়নি। কারণ নতুন কোনও কথা তিনি তাতে বলেননি। 

অবাক হয়ে ভাবি, ধর্ম আর ঈশ্বরকে রক্ষা করতে গিয়ে ধর্মবিশ্বাসীরা নিজেদের আর কতো হাস্যস্পদ করে তুলবে?  

আসলে কমেডি সেন্ট্রাল টিভি চ্যানেলের উপস্থাপক স্টিফেন কোলবার্ট এ বিষয়ে ঠিকই বলেছিলেন, "জোয়ার-ভাটার সত্যিকারের কারণ: ঈশ্বর গোসল করতে নামলে জোয়ার আসে, আর ভাটা নামে ঈশ্বর পানি ছেড়ে উঠলে; এবং তিনি দিনে দু'বার গোসল করেন 

বিল ও'রেইলির সেই ভিডিও নিয়েও সমালোচনা করতে ছাড়েনি এনবিসি চ্যানেল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন