CultOfDusty-র ভিডিও মানেই যুক্তিবহুল ব্যাপক বিনোদন। তাঁর ব্যবহৃত সেন্সরহীন শব্দমালা ও অকাট্য যুক্তির অভূবপূর্ব সম্মিলনে মুগ্ধ হয়ে আছি অনেকদিন ধরে।
পাঁচ মিনিটের এই ভিডিওতে তিনি আস্তিকদের ভিত্তিশূন্য ও নির্বুদ্ধিতামণ্ডিত একটি অভিযোগকে তুলোধুনো করে দিয়েছেন। অভিযোগটি হলো: নাস্তিকেরা ঈশ্বরকে ঘৃণা করে কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন