আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১১

ল্যাবে জন্ম নিল কৃত্রিম জিনের প্রাণী


মাইনষে কী শুরু করসে এইসব! এই পবিত্র মাহে রমজানে বেদ্বীন বৈজ্ঞানিকের দল এই কামটা না করলে পারতো না? আল্লারে ন্যাংটা করতে তো আর বাকি রাখে নাই! নাকি এই ঘটনার কথাও কোরানের কোনও আয়াতে লুকায়া আছে বইলা ঘোষণা দিবো ইসলামবাজেরা? 

কালের কণ্ঠ থেকে নেয়া সংবাদ।



জেনেটিক কোডে কারিকুরি খাটিয়ে কৃত্রিম বৈশিষ্ট্যসম্পন্ন বিশ্বের প্রথম প্রাণীর জন্ম হয়েছে গবেষণাগারে। একটি প্রাণীর আচার-আচরণ কেমন হবে সেটা তার জিনেই লিপিবদ্ধ থাকে। এই সফলতায় মানুষের স্বভাব খুশিমতো আমূল পরিবর্তন করে দেওয়ার স্বপ্ন দেখছেন বিজ্ঞানীরা। ক্যাম্ব্রিজের মলিউকুলার বায়োলজি ল্যাবে গবেষণাটি চালানো হয়েছে মাত্র এক মিলিমিটার লম্বা অমেরুদণ্ডী পোকা নেমাটোডের ওপর। এদের স্বচ্ছ শরীরে মাত্র হাজারটি কোষ বিদ্যমান। জিনে পরিবর্তন প্রমাণের জন্য এর শরীরে জ্বলজ্বলে বৈশিষ্ট্য ঢুকিয়ে দেন তারা। সফল পরীক্ষায় জন্ম নেওয়া নেমাটোড অতিবেগুনি রশ্মিতে লাল আভা বিচ্ছুরিত করে। এবার নজর দেওয়া হবে এ খুদে প্রাণিটির মস্তিষ্কের দিকে। পরিবর্তনের মাধ্যমে স্নায়ুকোষ নিয়ন্ত্রণ করা গেলে সেটা আরো বড় সফলতা হবে বলে মানছেন গবেষকরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন