৩১.
বন্ধুগণ, আপনারা কি জানেন, এত বড় পৃথিবী আমাদেরকে নিয়ে কেন হেলে পড়ে যায় না?
কারণ মহান আল্লাপাক পাহাড় পর্বত দিয়ে পৃথিবীকে চাপা দিয়ে রেখেছেন। (কোরান ১৬; ১৫)
৩২.
তোমরা মাটিকে ফাঁড়িয়া ফেলিতে পারিবে না এবং উঠিতে পারিবে না পর্বত শিখরে। (কোরান ১৭; ৩৭)
মানুষ মাটি ফাঁড়িয়া বহুকাল ধরিয়া খনিজ সম্পদ আহরণ করিতেছে, মাটির নিচে বহুতল দালান নির্মান করিতেছে, সুড়ঙ্গ পথ বানাইতেছে। ১৯৫৩ সালে পর্বতারোহী তেনজিং ও হিলারি এভারেস্টের সর্ব উচ্চ চূড়ায় আরোহন করিয়াছেন। কাজেই আল্লাপাকের এই আয়াত মিথ্যা প্রমাণিত হইয়া গিয়াছে বহু পূর্বেই।
৩৩.
লোকে তোমায় গণিমত সম্বন্ধে জিজ্ঞাসা করলে বল, গণিমত আল্লা ও রাসুলের। (কোরান ৮; ১)
গণিমত মানে জেহাদলব্ধ মাল। আসলে জেহাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে লুটপাট। লু্টের মালে আল্লারও অংশ আছে! তিনি কি লুটের মালে জীবিকা নির্বাহ করে থাকেন? তিনি কি সন্ত্রাসী? মুমিনদেরকে লুট করতে উৎসাহ দিচ্ছেন আবার সে লুণ্ঠিত মালের ভাগ চাচ্ছেন!
৩৪.
তিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। যখনই কোন কাজের সিদ্ধান্ত নেন তার সম্মন্ধে বলেন "হও" তৎক্ষণাৎ তা হয়ে যায়। (কোরান ২; ১১৭)
পৃথিবীতে যখন বন্যা, খরা, দুর্ভিক্ষ, যুদ্ধ, ভূমিকম্প ইত্যাদি ধ্বংসাত্মক কাজ শুরু হয় তখন তিনি কেবল "হও-হও" করতে থাকেন। এসব সমস্যার সমাধানের কোন চেষ্টা করেন না বা "হয়ো না" বলেন না।
৩৫.
বন্ধুরা, আপনারা কি জানেন কাফেররা কেন কাফের?
কারণ আল্লা নিজেই ওদের চক্ষু, কর্ণ ও হৃদয়ে মেরেছেন মোহর। (কোরান ২; ৭)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন