আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

হিচেন্সহীন আমরা

ক্রিস্টোফার হিচেন্স। প্রভূত জ্ঞানজাত বলিষ্ঠ যুক্তি, নির্ভীক প্রকাশভঙ্গি, লক্ষ্যভেদী তীব্র ব্যঙ্গ আর ঈর্ষণীয় শাণিত বচন ছিলো তাঁর। বিতর্কের সময় তিনি নির্দয়ভাবে ধ্বংস করে ফেলতেন প্রতিপক্ষকে। জীবদ্দশায় তিনি দু'হাতে লিখে গেছেন, ক্যান্সারাক্রান্ত অবস্থায় অনিবার্য মৃত্যুর মুখে দাঁড়িয়েও অংশ নিয়েছেন অজস্র বিতর্কে, বক্তৃতা দিতে ছুটে গেছেন দূরের শহরে।

কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত The 2012 Global Atheist Convention-এ হিচেন্সের স্মরণে একটি ভিডিও দেখানো হয়। এগারো মিনিটের স্মৃতিজাগানিয়া এই ভিডিওটি দেখে আবার অনুভব করলাম, এই ক্ষণজন্মা ব্যক্তিত্বকে খুবই মিস করছি। আরও মনে হলো, হিচ্চড় (Hitchslap) থেকে মুক্ত হতে পেরে নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলছে তাঁর (এবং আমাদেরও) প্রতিপক্ষ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন