প্রধান ধর্মগুলোর বৈগ্যানিক মতধারা অনুযায়ী, আমাদের এই পৃথিবীর বয়স পাঁচ থেকে দশ হাজার বছর। কিন্তু প্রকৃত বিজ্ঞান জানে, সাড়ে বিলিয়ন বছরেরও বেশি বয়স্ক আমাদের এই গ্রহ। শোনা যায়, এ বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুর স্রষ্টা নাকি আল্যা মিয়া, সে নাকি আবার সর্বজ্ঞও। তাইলে তার রচিত বইগুলোয় এমন ভুল হয় ক্যামনে! অবশ্য এটাই একমাত্র উদাহরণ নয়; ঐশী কিতাবগুলো এমনিতেই নানাবিধ ভুল-ভ্রান্তিতে ভরা।
নিচের পোস্টারটি পাঠিয়েছেন ছাগলনাইয়ার বনলতা সেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন