এই একুশ তারিখে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং এ নিয়ে সারা বিশ্বে বেশ কিছু আবালের মাতমও লক্ষণীয়।
তবে মজা পেলাম অস্ট্রেলিয়ার নাস্তিক প্রধানমন্ত্রী (নাউজুবিল্লাহ! শুধু কি তাই! তিনি অবিবাহিতা এবং লিভ টুগেদার করেন তাঁর বন্ধুর সঙ্গে। কিয়ামতের সত্যিই দেরি নাই!) জুলিয়া গিলার্ডের ব্যঙ্গাত্মক বক্তৃতা শুনে। ব্যাপক সিরিয়াস চেহারা করে তিনি রিভার্স খেললেন দক্ষতার সঙ্গে। মাত্র এক মিনিটের ভিডিও।
লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।
http://youtu.be/ebtj3gDaE64
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন