আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

ছহীহ ইছলামী ছাদী-মোবারক ছাইট

লিখেছেন নিলয় নীল

আমার প্রিয় বাংলাদেশী মুসলমান ভাইয়েরা, অনেক কষ্টে আপনাদের জন্য খুঁজে পেলাম একটা পিওর ইসলামী ম্যাচমেকিং ওয়েবসাইট।  এই সাইটের বিজ্ঞাপন হল এই রকম: “এবার বাংলাদেশীদের জন্যও চালু হল বিশ্বের সর্ববৃহৎ হালাল ম্যাচ মেকিং ওয়েবসাইট “পিওর ম্যাট্রিমনি।” 

আপনি প্রশ্ন করতে পারেন এটা কীভাবে হালাল? তাঁদের বিজ্ঞাপন দেখলেই আপনি তা বুজতে পারবেন, নিচে বিজ্ঞাপন থেকে প্রয়োজনীয় কিছু অংশ আমি হুবহু কপি করছি।

১. অন্যান্য ম্যাট্রিমৌনিয়াল ওয়েবসাইট থেকে ভিন্ন আমাদের এই ওয়েবসাইট ইসলামি আকীদাহ্‌ অনুযায়ী পরিচালনার লক্ষ্যে আমাদের প্রবর্তিত বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা গর্বিত। আমাদের পুরো ওয়েবসাইটটা পুরো ব্যাপারটাই কোরআনের “...সুচরিত্র নারী সুচরিত্র পুরুষের জন্যে এবং সুচরিত্র পুরুষ সুচরিত্র নারীর জন্যে...” [সূরা নূর; ২৪:২৬]-এই আয়াত ভিত্তিক। 

২. এই ওয়েবসাইটের লক্ষ্য ও উদ্দেশ্য হল আল্লাহ্‌ভীরু মুসলিমদেরকে তাদের নিজেদের সাথে মানানসই জীবন সঙ্গী/সঙ্গিনী খুঁজে পেতে সহায়তা করা। বাণিজ্যিক স্বার্থকে পুঁজি করে গণহারে শুধু নামধারী মুসলিমদের কাছে সেবা পৌঁছে দেয়া আমাদের উদ্দেশ্য নয়। তবে এমন হাজারো ওয়েবসাইট আছে যারা এই কাজটিই করে যাচ্ছে। 

৩. দুর্ভাগ্যবশত, অধিকাংশ তথাকথিত “মুসলিম ম্যাচ মেকিং” ওয়েবসাইটগুলোর দৃষ্টিভঙ্গি হল বাণিজ্যিক। ফলে ওয়েবসাইটগুলোর সবকিছু ইসলামি মুল্যবোধের আলোকে হচ্ছে কিনা তা তারা পুরোপুরি নিশ্চিত করতে চেষ্টা করে না। আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্যই হল এমন একটি অনলাইন ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট যার সবকিছুই হবে ইসলামি শারীয়াহ্‌ মোতাবেক এবং এ জাতীয় অন্যান্য সকল ওয়েবসাইটের জন্য অনুকরণীয় আদর্শ। 

৪. তাহলে কিভাবে আমরা এটাকে পবিত্র রাখি? 
অবিবাহিতা মেয়েদের ক্ষেত্রে নিবন্ধনের সময় আমরা তাদেরকে তাদের অভিভাবকের পূর্ণ ও বিস্তারিত ঠিকানা পূরণ করার জন্য জোরালোভাবে উৎসাহিত করি। অন্যান্য ওয়েবসাইটগুলো কেবল আনুষ্ঠানিকতার খাতিরেই মেয়েদেরকে তাদের অভিভাবকদের সম্পর্কে তথ্য দেয়ার কথা বলে। কিন্তু আমাদের ব্যাপারটি আলাদা এবং এ ব্যাপারে আমরা একধাপ এগিয়ে। আমাদের এখানে মেয়ের অভিভাবক চাইলে জানতে পারবেন তাদের মেয়েটি ঠিক কখন, কার সাথে এই ওয়েবসাইটের মাধ্যমে মেসেজ আদান-প্রদান করছে! 

৫. পবিত্র কোরআনে আল্লাহ্‌ রাব্বুল ‘আলামীন মুসলিম নারী ও পুরুষদেরকে তাদের দৃষ্টি অবনত রাখার জন্য এবং যৌনাঙ্গের হেফাজত করার জন্য হুকুম দিয়েছেন। বিশেষজ্ঞদের সাথে ঘনিষ্ঠ পরামর্শের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিশোধিত সদস্যরাও অন্য কোন সদস্যের ব্যক্তিগত প্রোফাইল ইমেজ দেখতে পারবেন না।;) তবে কোন আগ্রহী প্রকৃত প্রার্থী আপনার ছবি দেখতে চাইলে দেখতে পারবেন যদি আপনি তার অনুরোধ গ্রহণ করেন। এক্ষেত্রে বিশেষ পদ্ধতির মাধ্যমে আপনার গোপনীয়তা এবং শালীনতা বজায় রাখা হবে এবং সম্ভাব্য প্রার্থীরাই কেবল আপনার ছবি দেখতে পারবেন এবং সর্বদায় পুরো ব্যাপারটি আপনার নিয়ন্ত্রণাধীন থাকবে। আমরা এই বিষয়টিকে কোন সীমাব্ধতা হিসেবে দেখি না, বরং একজন জীবনসঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনার শালীনতা রক্ষা করার এটা একটা উপায় মাত্র।

৬. ইসলামে নিষিদ্ধ এমন কোন কিছুর সংঘটনের প্রতি সামান্যমত উৎসাহমূলক কোন কিছুকে আমরা কোনভাবেই বরদাস্ত করব না। যদি এখনো বুঝে না থাকেন তাহলে আবারো বলছি এটা কোন ডেটিং ওয়েবসাইট নয়; সুতরাং, সাবধান!!!  

৭. বিপরীত লিঙ্গের সদস্যদের মধ্যে অপ্রয়োজনীয় আলাপ বন্ধ রাখার খাতিরেই আমাদের ওয়েবসাইটে আমরা সরাসরি চ্যাট রুমের কোন ব্যবস্থা রাখিনি। তবে আপনার মত অন্য কোন্‌ কোন্‌ সদস্য অনলাইনে আছেন তা বুঝতে পারবেন এবং নিজের নাম উল্লেখ না করে তাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের ইনবক্সে মেসেজ পাঠাতে পারবেন। 

৮. রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “যখনই একজন গাইরে-মাহ্‌রাম পুরুষ ও একজন নারী নির্জনে সাক্ষাৎ করে, নিশ্চিতভাবে তৃতীয় জন হিসেবে তাদের সাথে শয়তান যোগ দিয়ে থাকে।” [তিরমিজি]। এই হাদীসের আলোকে এবং শয়তানকে দূরে রাখার জন্য আমরা এটি নিশ্চিত করি যে প্রতিটি মেসেজই তৃতীয় কোন পক্ষ যাচাই করে দেখছেন যেমনঃ সাইট অ্যাডমিনিস্ট্রেটর। 

৯. যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। অন্যান্য ওয়েবসাইটের মত আমাদের মুখ্য উদ্দেশ্য অর্থ উপার্জন নয়। বরং ইসলামি আদর্শের ব্যাপারে আপোষহীন থেকে পবিত্র মানুষগুলোকে বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ করা। কাজেই আপনাদের মেম্বারশীপ ফি থেকে আসা লভ্যাংশের ৫০% বেশী টাকা সরাসরি চলে যাই যাকাতের খাতে। হ্যাঁ, পরিমাণটা ৫০% এর কম নয়। সুতরাং, একথা জানার পর আপনি এখন এই ওয়েবসাইটে যোগ দিতে পারেন যে, একজন স্বামী বা স্ত্রী খোঁজার ক্ষেত্রে পেশাগত সেবা পাওয়ার পাশাপাশি যাকাত প্রদানের মাধ্যমে আপনি আপনার সম্পদকে পবিত্র করছেন।  

১০. আমদের ওয়েবসাইটই প্রথম ওয়েবসাইট যেখানে ডিফল্ট হিসেবে সকল ব্যক্তিগত প্রোফাইল ইমেজকে লুকায়িত রাখা হয় এবং আপনিই সিদ্ধান্ত নেন কে আপনার ব্যক্তিগত প্রোফাইল ইমেজ দেখতে পারবে। অন্যান্য ওয়েবসাইটের মত না হয়ে আমরা আপনার অনুমতি ছাড়া আমাদের পরিশোধিত সদস্যদেরকেও আপনার ছবি দেখার অনুমতি দেয় না। আপনার পছন্দের মানদণ্ডের সাথে মেলে না এমন কেউ কেন আপনার অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি দেখবে? আপনার শালীনতা রক্ষা করার জন্যই এই ব্যবস্থা যাতে প্রকৃত প্রার্থীরাই কেবল ইসলামি বিধান অনুযায়ী আপনার ছবি দেখতে পারেন। 

১১. “উচ্চতা”, “ওজন” অথবা “চোখের রং” ইত্যাদি বিষয়ে চটুল প্রশ্নের পরিবর্তে পিওর ম্যাট্রিমনি আপনাকে এমন কিছু প্রশ্ন করার সুযোগ দেয় যা আপনাকে প্রোফাইলের আড়ালের মানুষটিকে আরো ভালভাবে বুঝতে সাহায্য করে। বাড়ীর বাইরে মেয়েদের কাজ করার ব্যাপারে আপনার মতামত কি? কিংবা শিক্ষার ব্যাপারে আপনি কি ভাবেন? ইত্যাদি প্রশ্নের মাধ্যমে আমরা বিষয়ের আরো গভীরে গিয়ে থাকি।
কী, ওয়েব সাইটের লিংক পেতে ইচ্ছা করছে? তাহলে এই নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন