জন্মসূত্রে প্রাপ্ত (বলা উচিত - চাপিয়ে দেয়া) ইছলাম ধর্ম যে প্রকৃতপক্ষে মূর্তিমান বুলশিট, সেই উপলব্ধি হবার পরে বা অন্য কোনও কারণে কোনও মুছলিম যদি ইছলাম ত্যাগ করতে চায়, তাকে হত্যা করার বিধান আছে। ধর্মত্যাগের কারণে হত্যার নির্দেশ ইছলাম ছাড়া অন্য কোনও ধর্মে, বোধহয়, নেই। ইছলাম তো বর্বরতায় বরাবরই অনন্য। ধর্মত্যাগীকে হত্যার অমানবিক বিধানের লজ্জা ঢাকতে অনেক মুছলিমকেই অবশ্য ত্যানা প্যাঁচাতে দেখা যায়। আমি নিশ্চিত, এই মমিন ভাইদের অনেকে কোরান-হাদিস পড়েও দ্যাখেনি। দেখলে বুঝতো, তাদের বক্তব্য স্পষ্টতই কোরান- ও হাদিসবিরোধী।
নবীজি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে, কোনও মুছলিম ইছলাম ত্যাগ করলে তাকে হত্যা করো।
Sahih Bukhari Volume 004, Book 052, Hadith Number 260Narated By Ikrima:Ali burnt some people and this news reached Ibn 'Abbas, who said, "Had I been in his place I would not have burnt them, as the Prophet said, 'Don't punish (anybody) with Allah's Punishment.' No doubt, I would have killed them, for the Prophet said, 'If somebody (a Muslim) discards his religion, kill him.'"
বুখারিতেই কমপক্ষে আরও পাঁচটি হাদিসে ধর্মত্যাগীকে হত্যা করার উল্লেখ আছে: 83:37, 84:57, 89:271, 84:58, 84:64-65
আর সবচেয়ে বড়ো কথা, কোরানেও এর সমর্থনে আয়াত আছে: 4:89, 9:11-12.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন