২৭১.
দাসীসম্ভোগ যদি ব্যভিচার না হয়,
ব্যভিচার তবে কাহারে কয়?
২৭২.
- কয়েকজন গোপনবাসীর নাম লিখো এবং এদের গোপনবাসের রহস্য অনুমান করো।
- কয়েকজন গোপনবাসী হচ্ছেন, আল্লা, ঈশ্বর, ভগবান, জাভে, জিহোভা প্রমুখ। এরা প্রত্যেকেই হচ্ছেন পৃথিবীর শীর্ষস্থানীয় ক্রিমিনাল। পৃথিবীর যাবতীয় অন্যায়-অবিচার এঁরাই করে থাকেন। এবং নিরপরাধের মাধ্যমে এঁরা নিজেদের ইচ্ছা বা হুকুম জারীর মধ্য দিয়ে সকল অপকর্ম সংঘটিত করিয়ে থাকেন। অত্যাচারিত মানুষ এঁদের ঠিকানা জানলে বা এদেরকে হাতেনাতে পেলে নিশ্চিত ন্যাক্কারজনকভাবে হত্যা করবে। এই ব্যাপারটা এঁরা জানেন। তাই তাঁরা গোপনে বাস করেন। এবং গোপনে গোপনে মনের অতি আনন্দে কুকর্ম করে যান অবিরত।
২৭৩.
বে-নামাজি আল্লায় নামাজ কেন পড়ে না?
আখেরাতে দোজখই সব বে-নামাজির ঠিকানা,
সেটা কি সেই বে-নামাজি একেবারেই জানে না?
২৭৪.
- আল্লাহর আল্লাহ কে?
- আল্লাহর আল্লাহ হচ্ছেন রছুল্লাল্লাহ।
২৭৫.
আল্লা মানুষ বানিয়েছেন মাটি দিয়ে, জ্বীন বানিয়েছেন আগুন দিয়ে, ফেরেশতা বানিয়েছেন নূর দিয়ে। সবকিছু বানানোর আগেই তিনি নিজেকে বানিয়েছেন। কিন্তু কী দিয়ে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন