২৭৬.
যদি তোমরা তাদের স্পর্শ করার আগে তালাক দাও এবং তাদের জন্য মোহর নির্ধারিত করে থাক তবে নির্ধারিত মোহরের অর্ধের দিয়ে দেবে। (কোরান ২:২৩৭)
স্পর্শ করা হয়েছে নাকি হয়নি, সেটা প্রমাণিত হবে কীসের ভিত্তিতে? স্পর্শের আগে তালাক দিলে মোহরের অর্ধেক কেন? মোহর কি তবে দেহের মূল্য? স্পর্শ না করেও আধামূল্য পরিশোধ করতে হবে কী যুক্তিতে?
২৭৭.
আর যদি তালাক দিবার ইচ্ছা কর তবে আল্লা সর্বশ্রোতা ও বিজ্ঞ। (কোরান ২:২২৭)
তার মানে কি ভূ-স্বামীজির যদি স্বীয় অধিকারভুক্ত শস্যক্ষেত্রকে তালাক দেবার ইচ্ছা জাগে, তাহলে বিজ্ঞ সর্বশ্রোতার উদ্দেশ্যে বলতে হবে, "হে জ্ঞানী আমি এই শস্যক্ষেত্রকে তালাক দিলাম"?
২৭৮.
"দ্বীনের নবী মুস্তফায় রাস্তা দিয়া হাঁইটা যায়। হরিণ একটা বান্ধা ছিল গাছের তলায়।"
১. তখন কি মরুভূমিতে কোনো সত্যিকারের রাস্তা ছিল?
২. মরুভূমির বালিতে কি কখনও হরিণ বাস করে?
৩. গাছটি কি গাছ ছিল? নিশ্চয়ই খেজুর গাছ ছিল। সেটার কোনো উল্লেখ নেই কেন?
এই দ্বীনী গানের কথাগুলি হওয়া উচিত এ রকম:
"দ্বীনের নবী মুস্তফায় বালু দিয়া হাঁইটা যায়। দুম্বা একটা বান্ধা ছিল খেজুর গাছের তলায়।"
২৭৯.
আল্লাহপাককে কাবাঘরের অন্ধকারকক্ষে যাবজ্জীবন কারাবাস দেয়া হয়েছে কেন? তাঁর অপরাধটা কী?
২৮০.
সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস। এবং পবিত্রের অবমাননায় কিছাছ; সুতরাং তোমাদেরকে আক্রমণ করলে তোমরাও তাদের অনুরূপ আক্রমণ করবে, আল্লাকে ভয় কর, জেনে রাখ আল্লা সংযমীদের সাথে আছেন। (কোরান ২:১৯৪)
১. মাসের বিনিময়ে মাস মানে কী? সময় কি কোন জিনিসপত্র? সময় কি বিনিময় করা যায়?
২. পবিত্রের অবমাননায় কিছাছ; আল্লার হুকুম ছাড়া তো পবিত্রের অবমাননা হওয়া সম্ভব না! তবে কিছাছ কি আল্লার?
৩. আক্রমণ ও প্রতিআক্রমণ কোনোটাই তো আল্লার হুকুম ছাড়া সম্ভব না। তবে কি তিনি মানুষের মাঝে হানাহানির খেলা লাগিয়ে দিয়ে তা উপভোগ করতে ভালবাসেন?
৪. আল্লাকে ভয় করতে হবে কেন? তিনি কি হিংস্র কোনো জন্তু?
৫. প্রতিআক্রমণ করতে উদ্বুদ্ধ করে সংযমী কাদের বলা হচ্ছে? আল্লার মাথা ঠিক আছে তো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন